সৃজনশীল প্রশ্নের উত্তর
১। বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে।
রিফাত একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে বর্ষসমাপনী পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে (52)10 নম্বর পেয়েছে এবং নির্বাচনী পরীক্ষায় (100011)2 নম্বর পেয়েছে।
ক) সংখ্যা পদ্ধতি কাকে বলে?
খ) ১+১ = ১০ ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে রিফাতের বর্ষসমাপনী পরীক্ষার প্রাপ্ত নম্বরকে অক্টালে রূপান্তর কর।
ঘ) রিফাত কোন পরীক্ষায় বেশী নম্বর পেয়েছে – বিশ্লেষণ কর।
১। বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে।